জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
১ জুলাই সোমবার ঝিনাইদহে মর্নিং বেল চিল্ড্রেন একাডেমির শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ করলেন দেশের স্বনামধন্য রংরূপ বিশেষঞ্জ ও বৃক্ষপ্রেমিক এ কে এস অনিমিথ। রূপ সৌন্দর্য্য ও গাছপ্রেমিক এই উপন্যাসিক মানুষটি প্রায় ১যুগ ধরে বৃক্ষ বিতরণ করেন। এবারও সেই ধারাবাহিকতায় বৃক্ষ বিতরণ করলেন ঝিনাইদহের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমির শিক্ষার্থীদের মধ্যে। সোমবার দুপুরে স্কুলের ১০০ জন ছাত্র- ছাত্রীদের মধ্যে বৃক্ষের চারাগুলো বিতরণ, করা হয়।
এ কে এস অনিমিথ মনে করেন, যার জায়গা আছে সে ওইখানে বাগান করবে, যার জায়গা নেই সে ছাদে, যার ছাদ নেই সে বারান্দায়, যার বারান্দা নেই সে রুমের মধ্যে ইন্ডোরে লাগাবে। আর যার রুম নেই সেও লাগাবে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে। এবার তিনি ১০০ শত বাগানীর মাঝে ৫০০ টি গাছের চারা বিতরণ করেন। চারা গাছগুলো হলো- ইঞ্চি প্লান্ট, অর্ণামেন্ট, জেব্রিনা, রেড ড্রেসিনা, স্নেক প্লান্ট,মানি প্লান্ট)। এগুলো ছাড়া কয়েক ধরণের কৈলাশ, কসমস, কৃষ্ণতুলসী, রাম তুলসী, কম্বোডিয়ান তুলসী,এমারলাস লিলি, রেইন লিলি, নীল কন্ঠ, শ্বেতকন্ঠ, রুয়েলিয়া, কেলাঞু, চন্দ্রমল্লিকা, লিলি,পুদিনা,গাইনুরা (ডাইবেটিকস), সাদা লজ্জাপতি, থাউজেন্ট অফ মাদার, পোলাও পাতা, পাথর চুনি, কাঠ গোলাপ, হাইব্রিড তিন রঙের বাগান বিলাস ও ডম্বিয়ার ডাল, এলোভেরা।
বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেব্বী গ্রুপের গ্রুপ প্রধান ও এডমিন বর্গ। এছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিক এবং বিদ্যালেয়ের প্রধান শিক্ষক। বৃক্ষ বিতরণ প্রসঙ্গে এ.কে.এস অনিমিথ আরো বলেন, পরিবেশ বিজ্ঞানীদের মতে ২০৫০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বর্তমানের থেকে অন্তত ৪ গুণ বেশী বৃদ্ধি পাবে, আর এ থেকে বাঁচার উপায় বৃক্ষ রোপন।”