ঝিনাইদহ প্রতিনিধি :
বিয়ে প্রত্যাখাত হওয়ায় তারেক (২২) নামে এক যুবক ও দাম্পত্য কলহের জের ধরে আকলিমা খাতুন (২৬) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার বিকালে তাদের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায় ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে তারেক গ্রামের একটি মেয়েকে ভাল বাসতেন। সেই সুত্র ধরে রোববার তারেক মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় হারপিক পান করে তারেক। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার রাতে তিনি মৃত্যু বরণ করেন। এদিকে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে আকলিমা খাতুন নামে এক গৃহবধূ বিষপানে মৃত্যু বরণ করেন। তিনি পাইকপাড়া গ্রামের মুক্তারের স্ত্রী।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান খবর নিশ্চিত করে জানান, লাশ দুইটির ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে।