জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের বাইপাস এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব। শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। আটকরা হলো- ঢাকার নবাবগঞ্জ থানার রূপারচর এলাকার মৃত লাভলু মিয়ার ছেলে আলামিন বাবু (৩১) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে হাসান মিয়া (২৮)।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদে শহরের বাইপাস এলাকায় চেকপোস্ট বসায় তারা। এসময় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ঢাকাগামী কলা বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি ৫’শ ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চালক আলামিন বাবু ও হেলপার হাসান মিয়াকে। আটকরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র্যাব।