ঝিনাইদহ প্রতিনিধি >>
রবিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের কনফারেন্স রুমে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত রিসার্স ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আযুব হোসেন। আলোচনা রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্যসেবা ও শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম, জুনিয়ার স্বাস্থ্যসেবা ও শিক্ষা অফিসার আব্দুর রহমান। কর্মশালায় ২৫জন ৩০ উর্ধেব মহিলারা অংশ নেন। ঢাকার শান্তিনগর ২৬,চামেলীবাগ এর বেসরকারী কনসাল্টিং ফার্ম রিসার্স ফর ডেভেলপমেন্ট এর সহযোগিতায় কর্মশালায় ডাক্তার, স্বাস্থ্য সেবিকা, ৩০ উর্ধ্বে মহিলা উন্নয়ন কর্মীসহ ৩৫ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। কর্মশালায় সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আযুব হোসেন বলেন, ৩০ উর্ধ্বে মহিলাদের প্রত্যেকেরই ভায়া চেক করা দরকার। ৫বছর পর পর একবার করে অন্তত স্বাস্থ্য সেবা জানার জন্য ও সুস্থ থাকার জন্য পরীক্ষা করা দরকার। ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা হাসপাতালে ভায়া পরীক্ষা হয়। সবাইকে জানা দরকার। আপনাদের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালার জেনে সবাইকে জানানো দরকার।