জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে পানামী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এলজিএসপির বরাদ্দের অর্থ থেকে বাইসোইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রুবেল হাউলাদার, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম, ইউপি সদস্য রওশন মীর, গোলাম কিবরিয়া ও টিটন মন্ডল।
বাইসাইকেল বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম স্কুল প্রাঙ্গণে সিসি ক্যামেরা ও দেয়াল পত্রিকার উদ্বোধন করেন। এছাড়া প্রতিবন্ধিদের নিবন্ধন কার্যক্রম ও বিনামূল্যে ডাক্তারি সেবা প্রদান ও থেরাপি সেবা প্রদান করা হয়। এ সময় কনসালটেন্ট ফিজিও থেরাপিষ্ট ও প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের ঝিনাইদহ’র ডাক্তার মোঃ শামিম হোসেন উপস্থিত ছিলেন।