
জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ইভটিজিং এর দায়ে ২ যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার মাদারগঞ্জ এ. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বারান্দায় গিয়ে ২ যুবক জানালা দিয়ে উঁকি দিয়ে বারবার ছাত্রীদের বিরক্ত ও যৌন হয়রানি করছিল। এই অবস্থায় ২ যুবককে আটকে রেখে স্কুল কর্তৃপক্ষ নির্বাহী ম্যাজিষ্টেটকে জানান। পরে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আটকৃত ২ যুবকের বাড়ী উপজেলার তারতাপাড়া এলাকার আবুল কাশেম মন্ডলের ছেলে লিজু (১৯) ও আবু তালেব এর ছেলে জান্নাত আহম্মেদ (১৯)। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্টেট মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম যৌন হয়রানি বা ইভটিজিং এর অপরাধে আটকৃত দুই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক মুহাম্মদ ইমামুর রশিদ বাবুল ও সভাপতি পুলক পারভেজসহ মোবাইল কোর্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকালে আটকৃত ২ জনকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়।