ঝিনাইদহ প্রতিনিধি :
দিন ঘনিয়ে আসার সাথে সাথেই শহর থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে আসন্ন উপজেলা নির্বাচনের উত্তাপ। বহু চরাই উতরাই পেরিয়ে শৈলকুপা আওয়ামী রাজনীতির ঘরে শক্ত অবস্থানে থাকা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা’র বিপরীতে এবার নতুন প্রার্থীর ছড়াছড়ি। বাঘা বাঘা প্রবীণ নেতাদের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামছেন একাধিক তরুণ আর নতুন নেতৃত্বের ইমেজধারী প্রার্থী। নানা গুঞ্জনের তালিকায় সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার ও অধ্যাপক আবেদ আলী ছাড়াও দৃশ্যমান মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ৯নং মনোহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. ইসমাইল হোসেন ও জেলা যুগলীগের যুগ্ম আহ্বায়ক তুখর ছাত্রনেতা শফিকুল ইসলাম শিমুল আলোচনায় উঠে এসেছেন। এছাড়াও সাবেক ও বর্তমান মাঠে থাকা প্রায় ১ ডজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে তুমুল প্রতিদন্দ্বীতায় মাঠে থাকবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নির্যাতিত তৃণমূল মিলে তিন ধারায় বিভক্ত শৈলকুপা আওয়ামীলীগের দৃশ্যমান পট পরিবর্তনের দামামা বাজতে বাজতে সন্নিকটে প্রায় উপজেলা নির্বাচন। দীর্ঘদিন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের হালধরে থাকা বর্তমান চেয়ারম্যানকে টপকে তৃণমূলে নতুন প্রার্থীর চাহিদা মিটাতে টু শব্দ করার দু:সাহস দেখিয়ে ইতমধ্যে মাঠে নেমেছেন মোস্তফা আরিফ রেজা মন্নু ও এম আব্দুল হাকিম। অন্যরা আলোচনায় থাকলেও কার্যত মাঠে নেই তবে রাজনৈতিক হাওয়া বদলের পাশাপাশি জাদরেল বর্ষিয়ান সব বাঘা বাঘা নেতাদের ঠেলতে কেন্দ্রিয়ভাবে লবিং করলেও সাধারণ ভোটারদের মাঝে কিন ইমেজধারী প্রার্থীর চাহিদা রয়েছে প্রবল। জেলা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার ও অধ্যাপক আবেদ আলী সাধারণ ভোটারদের মনে দাগ কাটলেও স্থানীয় প্রভাব ও মাঠদখলের রাজনৈতিক সমীকরনে কতটা দাপট দেখাতে পারবেন সেটাই এখন আলোচ্য।
তবে বর্তমান চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনকে ডিঙিয়ে নৌকা প্রতীক নিশ্চিত করতে মরিয়া হয়ে প্রচারে মাঠে নেমেছেন মোস্তফা আরিফ রেজা মন্নু। শৈলকুপার প্রবীণ রাজনীতিবিদদের সাথে কথা বলে জানা গেছে শেষ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন ও সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার এবং নবীনদের মাঝে এম আব্দুল হাকিম ও শফিকুল ইসলাম শিমুল আলোচনায় এসেছেন। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্ভাব্য সব প্রার্থীদের বিষয়ে নানাদিক বিবেচনায় খোঁজ খবর রাখায় দিনদিন সরব হয়ে উঠেছে শৈলকুপা উপজেলা নির্বাচনের আগাম বার্তা। দীর্ঘদিন রাজনৈতিক ক্ষমতায় থাকা সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের নানা অনিয়ম-অসংগতির খোঁজ খবরে বিভিন্ন সংস্থা তৎপরভাবে কাজ করে যাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।
জটিল সমীকরণে শৈলকুপা আওয়ামীলীগ : সরব উপজেলা নির্বাচন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
দিন ঘনিয়ে আসার সাথে সাথেই শহর থেকে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়েছে আসন্ন উপজেলা নির্বাচনের উত্তাপ। বহু চরাই উতরাই পেরিয়ে শৈলকুপা আওয়ামী রাজনীতির ঘরে শক্ত অবস্থানে থাকা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা’র বিপরিতে এবার নতুন প্রার্থীর ছড়াছড়ি। বাঘা বাঘা প্রবীণ নেতাদের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামছেন একাধিক তরুন আর নতুন নেতৃত্বের কিন ইমেজধারী প্রার্থী। নানা গুঞ্জনের তালিকায় সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার ও অধ্যাপক আবেদ আলী ছাড়াও দৃশ্যমান মাঠে নেমেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ৯নং মনোহরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড ইসমাইল হোসেন ও জেলা যুগলীগের যুগ্ম আহ্বায়ক তুখর ছাত্রনেতা শফিকুল ইসলাম শিমুল আলোচনায় উঠে এসেছেন। এছাড়াও সাবেক ও বর্তমান মাঠে থাকা প্রায় ১ ডজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে তুমুল প্রতিদন্দ্বীতায় মাঠে থাকবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নির্যাতিত তৃণমূল মিলে ত্রিধারায় বিভক্ত শৈলকুপা আওয়ামীলীগের দৃশ্যমান পট পরিবর্তনের দামামা বাজতে বাজতে সন্নিকটে প্রায় উপজেলা নির্বাচন। দীর্ঘদিন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের হালধরে থাকা বর্তমান চেয়ারম্যানকে টপকে তৃণমূলে নতুন প্রার্থীর চাহিদা মিটাতে টু শব্দ করার দু:সাহস দেখিয়ে ইতমধ্যে মাঠে নেমেছেন মোস্তফা আরিফ রেজা মন্নু ও এম আব্দুল হাকিম। অন্যরা আলোচনায় থাকলেও কার্যত মাঠে নেই তবে রাজনৈতিক হাওয়া বদলের পাশাপাশি জাদরেল বর্ষিয়ান সব বাঘা বাঘা নেতাদের ঠেলতে কেন্দ্রিয়ভাবে লবিং করলেও সাধারণ ভোটারদের মাঝে কিন ইমেজধারী প্রার্থীর চাহিদা রয়েছে প্রবল। জেলা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার ও অধ্যাপক আবেদ আলী সাধারণ ভোটারদের মনে দাগ কাটলেও স্থানীয় প্রভাব ও মাঠদখলের রাজনৈতিক সমীকরনে কতটা দাপট দেখাতে পারবেন সেটাই এখন আলোচ্য।
তবে বর্তমান চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেনকে ডিঙিয়ে নৌকা প্রতীক নিশ্চিত করতে মরিয়া হয়ে প্রচারে মাঠে নেমেছেন মোস্তফা আরিফ রেজা মন্নু। শৈলকুপার প্রবীণ রাজনীতিবিদদের সাথে কথা বলে জানা গেছে শেষ পর্যন্ত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন ও সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার এবং নবীনদের মাঝে এম আব্দুল হাকিম ও শফিকুল ইসলাম শিমুল আলোচনায় এসেছেন। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্ভাব্য সব প্রার্থীদের বিষয়ে নানাদিক বিবেচনায় খোঁজ খবর রাখায় দিনদিন সরব হয়ে উঠেছে শৈলকুপা উপজেলা নির্বাচনের আগাম বার্তা। দীর্ঘদিন রাজনৈতিক ক্ষমতায় থাকা সাবেক ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের নানা অনিয়ম-অসংগতির খোঁজ খবরে বিভিন্ন সংস্থা তৎপরভাবে কাজ করে যাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।