তোফাজ্জল হোসেন বাবু,পাবনা : পাবনা জেলার চাটমোহর পৌর সদরের কাজী পাড়া মহল্লায়, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি, সিনিয়র সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপনের ”বি আরবি এন্টার প্রাইজ” প্রতিষ্ঠানের সামনে থেকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে তার নিজের ব্যবহৃত প্লাটিনা ১০০ সিসি( পাবনা – হ-১১-৬৪৬৮) লাল রঙ্গের মোটর সাইকেল টি চুরি হয়েছে।
স্হানীয় সুত্রে জানা গেছে,যে প্রতিদিনের ন্যায় সাংবাদিক বেলাল হোসেন তারাবির নামাজ শেষ করে নিজ প্রতিষ্ঠানে আসেন এবং এসে দেখেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি তার রেখে যাওয়ার স্হানে নেই। এদিক সেদিক খুঁজতে খুঁজতে না পেয়ে অতঃপর নিকটস্থ চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
চুরি যাওয়া মোটর সাইকেল সম্পর্কে চাটমোহর থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাসীর উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে সাংবাদিক বেলাল হোসেন তার ব্যবহৃত মোটর সাইকলের চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছেন।আমরা এবং আমাদের প্রশাসনের দিক থেকে মোটর সাইকেল উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করছি এবং মোটরসাইকেল চোরচক্রকে হাতে নাতে ধরতে চেষ্টা চালাচ্ছি।