পাবনা প্রতিনিধি >>
পাবনা জেলার চাটমোহর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সোমবার ১৭ জুন বেলা ১২টায় কৃষি শুমারী ২০১৯ এর অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান অফিসার মিজানুর রহমান। সভায় উপজেলা কৃষি শুমারী কমিটির উপস্থিত সদস্যগণের মধ্যে বক্তব্য দেন উপজেলার মথুরাপুর ইউপি চেয়ারম্যান সরদার আজিজুর রহমান, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে. এম. জাকির হোসেন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র ফিসারী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে. এম.বেলাল হোসেন স্বপন প্রমুখ।