তৌফিকুল ইসলাম , তিতাস (কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সততা ও দক্ষতায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপি এফ)’র পক্ষ থেকে গোল্ড মেডেল পদক লাভ করেছেন। গতকাল রবিবার বিকালে রাজধানীর হোটেল ফারাসে আয়োজিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম(বিইউপি এফ)’র এল জিএসপি’তে ‘এ’ গ্রেডভুক্ত চেয়ারম্যানদের মাঝে ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল পদকের পুরস্কার ও আজীবন সদস্য সম্মাননা সনদপত্র তুলে দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম(বিইউপি এফ)নামে সংগঠনটি।
বিইউপি সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান টুলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো.আছলাম হোসেন সওদাগর এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ,ইউনিয়ন সিটি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও মিডিয়া মার্কেটিং বিশেষজ্ঞ আবুল খায়ের চৌধুরী,দৈনিক সমকাল পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এম.পি’র কাছ থেকে “ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল” পদক ও আজীবন সদস্য সম্মাননা সনদপত্র গ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও পাক্ষিক উপজেলা পরিক্রমা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউপি চেয়ারম্যান মো.নুর নবী ।