শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরসভার মায়ামনি মোড়ে অভিযান চালিয়ে গোলাম রাব্বানী (২২) পিতা ওয়াজেদ আলী, খাজা মিয়া (২০)পিতা মৃত জহুরুল ও রাকিব খন্দকার (১৯) পিতা বকুল সর্ব সাং বেড়ামালিয়া থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর তাদের সাথে থাকা ৬৮ বোতল ফেনসিডিল সহ আটক করেন ।
এই আসামিরা ৩টি ব্যাগে করে ফেনসিডিলগুলো নিয়ে নবাবগঞ্জ থানার দলার দরগাহ হতে সিএনজি করে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে ভেঙে ভেঙে মায়ামনি মোড়ে এসে ট্রাক কিংবা মাইক্রোযোগে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন ।
উল্লেখ্য যে,হিলি এলাকার জনৈক রুবেল ফেনসিডিল গুলো ঢাকা পৌঁছে দেয়ার জন্য ১৫ হাজার টাকা চুক্তি করেছিলো আসামিদের সঙ্গে।
আসামিদের কেরিয়ার হিসাবে আগেও এ সব কাজ করেছে বলে জানায়।
উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য অনুঃ ৬৮ হাজার টাকা।
আসামি গোলাম রাব্বানীর বিরুদ্ধে দিনাজপুর আদালতে আরো একটি মাদক মামলা বিচারাধীন চলমান আছে বলেও জানা যায় ।
আসামিদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।