ক্রাইম পেট্রোল ডেস্ক>> বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহকারী অধ্যাপক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই ডা. রাজন কর্মকারের মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার সন্ধ্যার পর রাজনের মামা সুজন কর্মকার রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেন।
সুজন কর্মকার জানান, রাজনের মৃত্যুকে আমরা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে রাজি নই। তাই আমরা তার মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত চাই।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, মৃত রাজন কর্মকারের মামা সুজন কর্মকার বাদী হয়ে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। আমরা তার অভিযোগ গ্রহণ করেছি। ময়নাতদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ডা. রাজন কর্মকার মারা গেছেন বলে তার মাকে জানান রাজনের স্ত্রী ডা. কৃষ্ণাকাবেরী মজুমদার। বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজনের।
তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসকরা জানান, তিনি বেঁচে নেই।
প্রসঙ্গত, ডা. কৃষ্ণাকাবেরী মজুমদারও বিএসএমএমইউ- এর সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে।