ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অ’স্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. দুপুর ১২.৪৫ ঘটিকায় লবণচরা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর স্লুইচ গেটের পিচের গলি সংলগ্ন নিত্যপণ্য ডিপার্টমেন্টাল এর পাশের গলি হতে ১) সাইমুন আকন(২০), পিতা-মোঃ শাহ আলম, মাতা-নাজমা পরভীন, সাং-দক্ষিণ মোহাম্মদনগর স্লুইচ গেইট, থানা-লবণচরা এবং ২) মোঃ মেহেদী হাসান(২৪), পিতা-মোঃ সাহেব আলী খাঁ, মাতা-রিজিয়া বেগম, সাং-দক্ষিণ মোহাম্মদনগর, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে ০২ (দুই) টি লোহার তৈরী কাঠের বাটযুক্ত ছো’রা, ০১ (এক) টি লোহার তৈরী চা’পাতি এবং ০১ (এক) টি লোহার তৈরী প্লাস্টিকের বাটযুক্ত রা’মদাসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-০৯, তারিখ-১৩/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-আর্মস এ্যাক্ট এর 19(E) রুজু করা হয়েছে