ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জন অনলাইন জু’য়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট ২০২৩ খ্রি. রাত্র অনুমান ০৭:৪৫ টায় লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে উক্ত থানাধীন সিমেন্ট ফ্যাক্টেরী রোড এর পাশে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) দ্বীপ(১৯), পিতা-বিপ্লব সরদার, সাং-বান্দাবাজার, থানা-লবণচরা এবং ২) এনায়েত(৪৫), পিতা-মৃত আলফাজ উদ্দীন চৌধুরী, সাং-বান্দাবাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে গ্রে’ফতার করা হয়েছে। গ্রেফতার অনলাইন জুয়াড়িদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৫০/২০২৩, তারিখ-২৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।
অপর একটি ঘটনায় গত ২৯ আগস্ট ২০২৩ খ্রি. রাত্র অনুমান ০৮:৩০ টায় লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন মোল্লাপাড়া ভাজাওয়ালা গলিতে মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়া খেলার সময় অনলাইন জুয়াড়ি ১) হেমায়েত আকন(৩৫), পিতা-আইয়ুব আলী আকন, সাং- হরিণটানা আশিবিঘা, থানা-লবণচরা; ২) সোহেল হাওলাদার(৩৫), পিতা-মৃত: নুর ইসলাম হাওলাদার, সাং-হরিণটানা আশিবিঘা, থানা-লবণচরা এবং ৩) ইমরান লস্কর(৩২), পিতা-মোঃ মনছব লস্কর, সাং-হরিণটানা আশিবিঘা, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অনলাইন জু’য়াড়িদের বিরুদ্ধে লবণচরা থানার নন এফআইআর নং-১৫১/২০২৩, তারিখ-২৯/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-৯৫ কেএমপি অর্ডিন্যান্স দাখিল করা হয়েছে।