ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) শ্রী তিতাস দাশ(২০), পিতা-মন্টু দাশ, সাং-চুড়ামনকাঠি, থানা-কোতয়ালী, জেলা-যশোর; ২) মোঃ আব্দুল রাজ্জাক(৩৪), পিতা-মোঃ হানিফ শেখ, সাং-সাচিলাপুর, ৮ নং গাবখান, ধাঁনসিড়ি ইউপি, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি, এ/পি সাং-শেরে বাংলা রোড, বানিয়াখামার, আমতলার মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৩) মোঃ রানা গাজী(২৬), পিতা-মোঃ ইমান গাজী, সাং-দক্ষিণ পাবলা শরিফ আমজাদ হোসেন সড়ক, এ/পি সাং-পাবলা কবির বটতলা, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।