
ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিনোধী অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২২ আগস্ট, ২০২০ খ্রি. বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মাসুম @মনিরুজ্জামান(৩৮), পিতা-মৃতঃ তোতা মিয়া, সাং-ঘড়িসার, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, এ/পি সাং-শেখপাড়া বিদ্যুৎ কোয়ার্টারের সামনে, হাজী ইসমাইল রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২) মোঃ আসলাম শিকদার সজীব(২৮), পিতা-জালাল শিকদার, সাং-২৪৭, বিসমিল্লাহ সড়ক, জিরোপয়েন্ট, থানা-হরিণটানা, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।