রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : মঙ্গলবার বিকেলের দিকে কুষ্টিয়ার আলফা মোড় এলাকায় পৌরসভার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মিঠুন (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মিঠুন মিরপুর উপজেলার তালাবাড়ীয়া ইউনিয়নের নওদা শামুখিয়া এলাকার আলম মৃধার ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া থেকে মিঠুন মোটরসাইকেলে করে তালবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন। শহরের আলফা মোড়ে কুষ্টিয়া পৌরসভার একটি ট্রাকের সাথে মিঠুনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায় । পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।