ফারুক হোসেন রাজ কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় ৫ম উপজেলা নির্বাচনে দলীয় মননয়ন (নৌকা) নির্বাচিত হয়ে মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণার পর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।
বৃহষ্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দপুর থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীনভাবে গণসংযোগ করেন নৌকার ওই প্রার্থী।উপজেলার জালালাবাদ, জয়নগর ও যুগিখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি পথসভায় বক্তব্য রাখেন।
উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন এসময় বলেন- ‘জননেত্রীর ভিশন বাস্তবয়ন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই।
আগামী ২৪ মার্চ স্বত:স্ফুর্তভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।’
যেকোন হুমকি-ধামকি বা ভয়ভীতি উপেক্ষা করে তৃনমূল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে স্বপন আরো বলেন- ‘মানুষকে সম্মান দিতে জানি, সকলের সম্মান নিশ্চিত করে দালালমুক্ত উপজেলা গঠনে আমাকে ভোট দিন।’
গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন- যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জালালাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-.সভাপতি বেনজির হোসেন হেলালসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।