অনলাইন ডেস্ক : ইমাম আ’যম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ‘আল্লাহ’ নামটি ইসমে আ’যম।
রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি ফজরের সময়ে ‘আল্লাহ’ নামটি ১০০ বার যিকির করে নিম্নের ৬টি নাম একবার করে পড়বে সে ব্যক্তি এমনভাবে গোনাহ থেকে মুক্ত হবে যেন সে এইমাত্র মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে; তার আমলনামা পরিস্কার থাকবে এবং সে নিশ্চয়ই জান্নাতে যাবে।
নাম ৬টি নিম্নরূপ:
১. জাল্লা জালালুহু
২.ওয়া আম্মা নাওয়ালুহু
৩. ওয়া জাল্লা ছানাউহু
৪. ওয়া তাকাদ্দাসাত আসমা’উহু
৫. ওয়া আ’যামা শানুহু
৬. ওয়া লা- ইলাহা গাইরুহু