ক্রাইম পেট্রোল ডেস্কঃ
নিম্নোক্ত ইসতিগফারের মাধ্যমে যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তি (ধর্ম) যুদ্ধের মাঠ থেকে পলায়নকারী হলেও তার গুনাহ মাফ করে দেওয়া হবে। ( ধর্মযুদ্ধের মাঠ থেকে পলায়ন করা কবিরাহ গুনাহ)
হাদিসের এক বর্ণনায় ৩ বার অথবা ৫ বার ইসতিগফারটি পড়ার কথা বলা হয়েছে এবং সমুদ্রের অগণিত ঢেউয়ের পরিমাণ গুনাহ করলেও এই ইসতিগফারের দ্বারা মাফ হয়ে যাবে বলে বলা হয়েছে। সূত্রঃ নেয়ামুল কোরআন, পৃষ্ঠা- ৪২৪
ইসতিগফারটি হলোঃ আসতাগ্ ফিরুল্লা হাল্লাযী লা– ইলা-হা- ইল্লা-হুয়াল্ হাইয়্যুল ক্বাইয়্যূম ওয়া আতূবু ইলাইহ্।