ক্রাইম পেট্রোল ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাকে বেঁধে রেখে মেয়েকে গণধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধ’র্ষণের শিকার ওই নারী বিষপানে আ’ত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। এখন তিনি মৃ’ত্যুর সঙ্গে পা’ঞ্জা লড়ছেন।
রোববার এ ঘটনায় আড়াইহাজার থানায় ধ’র্ষিতার মা বাদী হয়ে মামলা করেছেন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আড়াইহাজার থানার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- আড়াইহাজারের শখেরগাঁও কাজীপাড়া এলাকার শহিদুল্লার ছেলে আশিক (২০), ফজার ছেলে সোহরাব (২৮), সাতগ্রামের টেকপাড়ার মোস্তফার ছেলে হিমেল (২৬), শেরুর ছেলে এনামুল (২৫) এবং মনির হোসেনের ছেলে সুজন (২৪)।
ঘটনার পর ধ’র্ষিতা বিষপানে আ’ত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘ধ’র্ষিতার মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’