আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হোমনা থানার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার(হোমনা-মেঘনা সার্কেল) মো. ফজলুল করিম। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে ও থানার এসআই শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন হোমনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন বাবু চন্দন লাল রায়,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন কুমার পোদ্দার,সহ- সভাপতি বরুন কুমার সাহা,সাংগঠনিক সম্পাদক শ্রী অঞ্জন কুমার সাহা, বিষ্ণুলাল পোদ্দার, খোকন চন্দ্র সাহা,রাজিব চৌধুরী প্রমুখ। এ সময় হোমনা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।জানা গেছে, এ বছর ৪৩ টি মণ্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হবে।