
আইয়ুব আলী, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনা সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বধ্যভূমি স্মৃতি স্তম্ভের উদ্বোধন ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা- তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ । এর আগে প্রধান অতিথি হোমনা পৌরসভার বাস্তবায়নে ১০ লক্ষ ৬ হাজার ৯৪৭ টাকা ব্যয়ে নির্মিত বধ্যভূমি স্মৃতি স্তম্ভের উদ্বোধন করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সাবেক সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন তারিকুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাছিমা আক্তার রিনা, কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন, জেলা পরিষদ সদস্য মহিউদ্দিন খন্দকার, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার , প্রভাষক ইকবাল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।