আইযুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বুধবার একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ মেরী ।
উপজেলা যুবলীেেগর আহবায়ক খন্দকার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী মো. ইলিয়াস ও সাদেক সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার , পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন শাহ আজম বিটু , থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো.কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক , যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান বকুল ও মো. মোবারক হোসেন,যুবলীগ নেতা জহিরুল ইসলাম কিশোর ও মোয়াজ্জেম হোসেন,পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স,সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আ’লীগ যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, তাঁতি লীগ সভাপতি হাসান ভূইয়া , শ্রমিকলীগের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ ।