![](https://crimepatrol24.com/wp-content/uploads/ইউসিসিএ-লিঃ-এর-বার্ষিক.jpg)
তৌকির আহম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ী ইউসিসিএ লিঃ এর ২২তম বার্ষিক সাধারণ সভা আজ বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সরিষাবাড়ী ইউসিসিএ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সরিষাবাড়ী ইউসিসিএ লিঃ এর সভাপতি কামাল উদ্দিন পাঠান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। এতে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) সরিষাবাড়ী ইউসিসিএ লিঃ এর সেলিম আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম,পল্লী দারিদ্র বিমোচন অফিসার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।অনান্যদের মধ্যে সমবায়ী সোহরাব আলী বক্তব্য রাখেন।সাধারণ সভা পরিচালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউল ইসলাম। উক্ত সভায় উপজেলার ইউসিসিএ লিঃ এর অধীন সদস্য /ব্লক অর্গানাইজার/পরির্দশকগণ উপস্থিত ছিলেন।