![](https://crimepatrol24.com/wp-content/uploads/unnamed.jpg)
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ বুধবার দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হলেও এক দিনের ব্যবধানে দশমিক ১ ডিগ্রি কমে আজ সকাল ৯ টায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি।যা আবারো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এদিকে দিনে সূর্যের মুখ দেখার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেলেও সন্ধা থেকে সকাল পর্যন্ত হ্রাস পাচ্ছে তাপমাত্রা। এতে করে রাত ভোর শীতের তীব্রতা বেড়েই চলেছে।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় আবারো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ।