
Rule- 9 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করেছে, বলেছে, গিয়েছে, খেয়েছে ইত্যাদি যুক্ত থাকলে Present perfect tense হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ have/has+ মূল verb এর past participle form + Ext.
যেমন-
আমি ভাত খেয়েছি-I have eaten rice.
সে ভাত খেয়েছে- He has eaten rice.
Note: এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে ‘has’ বসে অন্য সকল person – এ ‘have’ বসে।
বি. দ্র. প্রতিটি পোস্ট নিয়মিত পড়ুন আর নিজে নিজে ইংরেজি শিখুন। পোস্টটি ভালো লাগলে কমেণ্ট ও শেয়ার করুন।