মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
আজ ১ জুন বিশ্বব্যাপী দুগ্ধ দিবস পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ‘পুষ্টি,পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ পালিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রাণিসম্পদ,রংপুরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে প্রাণীসম্পদ ও ডেইরী প্রকল্প ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রংপুরের কর্মকর্তাদের উপস্থিতিতে রংপুরের খামারী, এআই টেকনিশিয়ান,ডাক্তারদের নিয়ে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা, দুগ্ধের পুষ্টিমান নিয়ে জনসচেতনতা, খামারীদের উন্নয়ন ও সরকারি সহায়তা সম্পর্কে আলোচনাপূর্বক সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ , ডেইরী এ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন প্রমুখ। পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।