crimepatrol24
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২২, ২০২২ ৯:২৬ অপরাহ্ণ
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ জেলার প্রায় ৬০টি সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড ও সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে স্কুল চলাকালে কোনো ধরনের কোচিং সেন্টার চলতে না দেওয়া। সভায় জানানো হয় নগরীর বাউন্ডারি রোড ও নাহার রোডে যত্রতত্র মানহীন কোচিং সেন্টার গড়ে উঠেছে, যেখানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই কোচিং সেন্টারে ধারণমতার চেয়ে অধিক ছাত্র-ছাত্রী নিয়ে স্কুল সময়ে কোচিং পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে এগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিভিল সার্জন জানান আগামী ২৭ আগস্ট থেকে সিটি কর্পোরেশন এলাকায় ৫-১২ বছর বয়সী শিার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হবে যা পর্যায়ক্রমে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত বিস্তৃত হবে। এসময় সরকারি নীতিমালা অনুসরণ না করে এবং লাইসেন্সবিহীন অবস্থায় চলমান ক্লিনিকগুলো দ্রুত বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতি ময়মনসিংহ শহর রা বাঁধের উপর নির্মিত অ’বৈধ স্থাপনা উচ্ছেদ করা এবং সেখানে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

সভায় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পিডিবির আওতাধীন শহর এলাকায় বিদ্যুতের দৈনিক চাহিদা ১৬৫ মেগাওয়াট এবং গ্রামীণ এলাকায় ১৩০ মেঘাওয়াট, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পর্যায়ক্রমে ২-৩ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। তবে অক্টোবরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এই সংকট কমে যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।

খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আগামী মাস থেকে ময়মনসিংহ জেলার প্রায় তিন লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ করা হবে।

সমাজসেবা অফিসের পক্ষ থেকে জানানো হয়, জেলার সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার আওতায় আনার লক্ষে ১০ আগস্ট থেকে নিবন্ধন শুরু হয়েছে যা আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন প্রায় সাড়ে ছয়শত আবেদন পড়ছে। দক্ষিণ কোরিয়াতে ৪৫ বছর বয়স পর্যন্ত কৃষক নেওয়া শুরু হতে যাচ্ছে, ফলে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

জেলা পরিসংখ্যান অফিসের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ জেলার জনসংখ্যা বর্তমানে প্রায় ৫৯ লাখ (সম্প্রতি শেষ হওয়া জনশুমারী প্রতিবেদন অনুসারে) যারমধ্যে পুরুষ ২৯ লাখ এবং মহিলা ৩০ লাখ। এই জনগোষ্ঠীর ৪৫ লাখ ৪৫ হাজার শহরে এবং ১৩ লাখ ৫০ হাজার গ্রামে বাস করে এবং ময়মনসিংহ জেলার শিার হার ৭০.৪ শতাংশ।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করার পূর্বে সেটার যথার্থতা ভালোভাবে যাচাই করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত কোনো প্রকল্প যেন জনকল্যাণে আসতে ব্যর্থ না হয়। তিনি বর্তমান বিশ্বপ্রেক্ষাপটে সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্না দেবনাথ, বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ এর পরিচালক মো. আজমল হক, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মঈনউদ্দীনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভূমি মন্ত্রণালয়ের সচিবের শুভেচ্ছায় সিক্ত হলেন মধুপুরের এসিল্যাণ্ড এম.এ.করিম

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

হোমনার চান্দেরচর ইউপির নবনির্বাচিত ১২ সদস্যের শপথ

বিএনপির পর নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াত

পার্বতীপুরে পরিবেশের ছাড়পত্রবিহীন ইটভাটা অপসারণের জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ

১০ লক্ষ নেকী লাভের দোয়া

সরিষাবাড়ীতে কুড়িয়ে পাওয়া নবজাতকের পাশে ইউএনও শিহাব উদ্দিন আহমদ

মিরপুরে নির্বাচনী অফিস করতে না দেওয়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ

ঝিনাইদহে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাটে জমি ও ঘর থাকা ব্যক্তিকে আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ায় মানববন্ধন

পঞ্চগড়ে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু