
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামে বসবাসকারি মোস্তফা কামাল নামের এক ভুয়া ভন্ড কবিরাজ এলাকার সহজ- সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী তার বিরুদ্ধে ফুঁসে উঠে মানব বন্ধন করাসহ কুশাডঙ্গা গ্রামের আবু ছিদ্দিক নামের এক ব্যক্তি ঝিনাইদহ আদালতে মোস্তফা কামালের নামে একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলা ও নিউজের সূত্রধরে ১৮ আগস্ট দুপুরে মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের অভিযানে তিন জন গ্রেফতার হয়। প্রতারক চক্রের তিন জন হলেন মহেশপুরের কুশাডাংগা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (৪৫) ও মফিজ উদ্দিন (৫৫)। হুদা কুশাডাংগা গ্রামের মুন্তাজ আলীর ছেলে জুলফিকার আলী (৪৬)।
এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আটকদের ঝিনাইদহ কোর্ট হাজতে পাঠানো হয়েছে।