
ঝিনাইদহ প্রতিনিধি :
পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, চাকুরিচ্যুত কর্মচারীদের পুনরায় কাজে ফিরিয়ে আনা ও শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন । এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ পাটকল শ্রমিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্দুস সালাম শাহ, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক প্রমুখ। কর্মসূচিতে বক্তারা পাটকল বন্ধের সিন্ধান্ত বাতিল ও শ্রমিক বকেয়া বেতন পরিশোধসহ কয়েক দফা দাবি জানান।