
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়-১ আসনের সংসদসদস্য মজাহারুল হক প্রধান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শনিবার সকালে সংসদসদস্য মজাহারুল হক প্রধান সর্দি ও মাথাব্যথা থাকার বিষয়টি জানায়। পরে দ্রুত জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংসদসদস্যের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পরে হাসপাতালে অ্যান্টিজেন টেস্ট করা হলে তার করোনাভাইরাস শনাক্ত হয়। তার উপসর্গ থাকলেও আশঙ্কার কিছু নেই, সুস্থ্য আছেন এবং নিজ বাড়িতে তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।