আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ পঞ্চগড়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের জেলা কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।
এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাজাহারুল হক প্রধান,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সারোয়ার বকুল, আবু তোয়াবুর রহমান,সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ার সহ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।
পরে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।