
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: জেলার সদর উপজেলা কে-গাতী ইউনিয়নের মশুয়া ঘোনাপাড়া গ্রামের ওয়াহেদ আলী ফকিরের ছেলে মো: খায়রুল ইসলাম(৩৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা যায়, মো: খায়রুল ইসলাম জীবিকার জন্য সপরিবারে ঢাকায় বসবাস করে কাঠমিস্ত্রির কাজ করতো। কিছুদিন ধরে করোনা আক্রান্ত হয়ে ঢাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান। মো: খায়রুল ইসলামের লাশ আজ রাত ১০ টার দিকে তার গ্রামের বাড়ীতে নেওয়া হয়।
নেত্রকোনা জেলা সদর উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে জেলার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান সরকারের নেতৃত্বে রাতেই মৃতের নিজ বাড়ীতে দাফন- কাফন সম্পন্ন করে।
নেত্রকোনা জেলা সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদা আক্তারের মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিষয়টি জানার জন্য নেত্রকোনা জেলার সিভিল সার্জন ডা: তাজুল ইসলাম ক্রাইম পেট্রোল২৪কে জানান, মো: খায়রুল ইসলাম ঢাকায় করোনা পজিটিভ হয়ে ঢাকায় মারা যান এবং তার গ্রামের বাড়ীতেই লাশ দাফন সম্পন্ন করেছে।