
জিয়াউল হক জিয়াঃ কক্সবাজার উত্তর বনবিভাগের,ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনস্হ ডুলাহাজারা বনবিটের আওতাধীন সামাজিক বনায়নের ভিতরে করা পাকা দালান গুড়িয়ে দিল সংশ্লিষ্ট বনবিভাগ।এতে দখলমুক্ত হল-০.০৫একর বনভূমি।
রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ডুলাহাজারা বনবিটের ডুমখালীস্হ এলাকায় এ অভিযান চালানো হয়েছে। জবর-দখলকারী হলেন,ওই এলাকার মোঃ শাকের।
এবিষয়ে ফাঁসিয়াখালীর ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বিটের ডুমখালী নামক সংরক্ষিত বনভূমিতে নির্মাণাধীন একটি পাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।এতে জবর-দখলকারী মোঃ শাকের থেকে ০.০৫একর বনভূমি দখলমুক্ত করা হয়। উক্ত উচ্ছেদ অভিযানটি আমার নেতৃত্বে ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী বিটের স্টাফ, ভিলেজার, সিপিজি সদস্যরা উপস্থিত ছিলেন।সুতরাং জবরদখলকারীর বিরুদ্ধে বন আইন মোতাবেক ব্যবস্হা নেওয়া হবে।