মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এর নিয়মিত অভিযানে ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১ টার সময় দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গহানগাছি কলাবাড়ি এলাকায় ৩৭ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায় যে, ডিএনসি দিনাজপুর-এর উপ-পরিদর্শক মোঃ তাহমুদার রহমানর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের ১০ নং কমলপুর ইউনিয়নের গহানগাছি কলাবাড়ি এলাকার আব্দুল লতিফ এর পুত্র মোঃ ফিরোজ কিবরিয়া দীপ্ত (২৮) এর নিজ বাড়ি তল্লাশি করে ৩৭ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ কিবরিয়া দীপ্ত-কে আটক করা হয়েছে। ৩৭ বোতল উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মুল্য ৭৪ হাজার টাকা।
পরবর্তীতে আটক মোঃ ফিরোজ কিবরিয়া দীপ্ত (২৮)-কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সরণীর ১৪ (খ) ধারায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলসহ যুবককে আটকের বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।