
এএসএম সা’-আদাত উল করীম: ২৬ নভেম্বর মঙ্গলবার রাতের প্রথম প্রহরে চাঁন মিয়া (৩৬)নামক এক ব্যক্তিকে ১০টি গাঁজা গাছসহ আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।রাত আনুমানিক ২.১০ মিনিটে ইসলামপুর সার্কেল এএসপি মো. সুমন মিয়ার নেতৃত্বে ইসলামপুর উপজেলার দূর্গম মুন্নিয়ার চর এলাকার পশ্চিম মুন্নিয়ারচর চাঁন মিয়ার বাড়ির আঙিনা থেকে দশটি কাঁচা গাঁজার গাছ যার ওজন ১৩ কেজি মূল্য আনুমানিক ৬৫,০০০/- টাকা উদ্ধার করা হয়। অবৈধ্যভাবে গাঁজা চাষ করার অপরাধে চাঁন মিয়াকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সার্কেল এএসপি মো. সুমন মিয়া জানান, ইসলামপুরে মাদক বিক্রেতার কোন স্থান হবে না। সে যেই হোক আইনের আওতায় আনা হবে। ইসলামপুর পুলিশ আন্তরিকভাবে মাদকের বিরুদ্ধে কাজ করছে।