কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পৌর-নির্বাচনে নৌকার প্রার্থীর মিটিংয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থক গোষ্ঠী কর্তৃক হামলার ঘটনার প্রতিবাদে বর্তমান মেয়র ও দ্বিতীয় বারের মত আসন্ন পৌর নির্বাচনের নৌকার প্রার্থী মোঃ আলমগীর চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৯ জুন) বিকেল ৪টার সময় চকরিয়া পৌর শহরে নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করা মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনার প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ জুন চকরিয়া পৌরসভায় নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আ:লীগের মনোনীত প্রার্থীর মধ্যে গত ৮ জুন রাত ১০টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে আ:লীগের মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা পৌর চিংড়ি চত্বরে বসে আলোচনা চলাকালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ জাফর আলম ও সম্প্রতি অব্যাহতিপ্রাপ্ত পৌর আ:লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, ডুলাহাজারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাসানুল ইসলাম আদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা চালায়। এতে আ:লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী, পৌর আ:লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, এডভোকেট ফয়জুল কবির, সাদ্দাম হোসেন মিটু, মিজান তুষার, মিজবাহ উদ্দিন বাপ্পীর ওপর হামলা চালানো হয়েছে বলে দাবী করেছেন মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী। এ হামলার ঘটনায় বুধবার বিকাল ৪টার দিকে আ:লীগের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বর্তমান মেয়র ও দলীয় প্রার্থী আলমগীর চৌধুরী বলেন, দলীয় সংসদ সদস্য হয়েও দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও নিজের ভাতিজা জিয়াবুল হকের পক্ষে কাজ করছে। তিনি আরও দাবি করেন, সংসদ সদস্য জাফর আলম পৌর এলাকার দলীয় নেতাকর্মীদের তার ভাতিজার পক্ষে কাজ করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এছাড়াও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত করে নির্বাচন বানচাল করার জন্য মঙ্গলবার রাতে এ হামলা চালায়। বর্তমানে তারা রাস্তায় রাস্তায় অস্ত্রের মহড়া দিচ্ছে। যারা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে এ উচ্ছৃঙ্খল কাজে নেতৃত্ব দিচ্ছে ।তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি দাবি জানান মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা আ:লীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরীর, যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌর আ:লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী ও মোজাফ্ফর হোসেন পল্টুসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।