
ক্রাইম পেট্রোল ডেস্ক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর রাজাবাড়ী, কাতলাখালী ও বাঘিয়া এলাকার ৪ অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি ইটভাটা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের গাজীপরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, অভিযানে রূপসা ব্রিকস, ঢাকা ব্রিকস, মদিনা ব্রিকস ও ৮৮৮ ব্রিকস এ চার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। এ সময় ঢাকা ব্রিকস ও মদিনা ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অন্য দু’টি ইটভাটার মালিক পালিয়ে থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।