নীলফামারী প্রতিনিধি॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা বিএনপি। সোমবার(২ মার্চ) দুপুরে শহরের পৌর মার্কেটস্থ কার্যালয়ের সামনে জেলা, উপজেলা ও শহর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান জুয়েল, পৌর ইউনিটের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গির আলম শেপু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্স ও জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম প্রমুখ।