crimepatrol24
৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫৩ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশমুখী হতে হয় বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবতে হবেঃ স্বাস্থ্য সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০২০ ৯:২২ অপরাহ্ণ

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ  স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বরেছেন, কেন মানুষকে চিকিৎসা নিতে বিদেশমুখী হতে হয়বিষয়টি নিয়ে আমাদেরকে ভাবতে হবে ও করনীয় ঠিক করতে হবে।চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায় সে ব্যাপারে আরও কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন সচিব ।

সচিব বলেন, পরিসংখ্যান অনুযায়ী বছরে ৫০ লাখ মানুষ দরিদ্র হচ্ছে আউট অব পকেট এক্সপেন্ডিচারের ফলে। এর মধ্যে ৬০ ভাগ মানুষ ভারত, সিঙ্গাপুর, ব্যাংকক গিয়ে চিকিৎসা নিতে দরিদ্র হয়ে যায়।

তিনি বলেন, দেশে ৬১০টি সরকারি হাসপাতাল আছে। ৯০ হাজারেরও বেশি চিকিৎসক আছে।  লাগলে আরও লোকবল বৃদ্ধি করা হবে।  কিন্তু চিকিৎসা নিতে যেন মানুষ দরিদ্র হয়ে না যায় সে ব্যাপারে আরও কাজ করতে হবে। চিকিৎসার জন্য ভালো সেবা নিশ্চিত করা না গেলে মানুষ বিদেশে যাবে এবং চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে যাবে। এটি হতে দেওয়া যাবে না।

স্বাস্থ্যখাতের উন্নয়নে এখন ৪৯টি প্রজেক্টে কাজ চলমান রয়েছে বলে জানান সচিব।  এগুলোতে মানুষের চিকিৎসা নিতে বিদেশমুখিতা কমানোর জন্য যথোপযুক্ত উদ্যোগ রাখা হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. ভুপিন্দ্র আওলাখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়