
কুষ্টিয়া প্রতিনিধি : বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটস্থ চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত ত্রাণ বিতরণ কার্যকমে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা আহবায়ক কমিটির আহবায়ক কামরুজ্জামান সোহেল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও কুষ্টিয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য দেলোয়ার হোসেন, সদস্য হারুন-অর-রশিদ, সদস্য মোঃ মুন্না, সদস্য বাবুল হোসেন, সদস্য রেজাউল করিম, সদস্য মোঃ মামুন, শিক্ষক বৃন্দ ও অন্যান্যরা। এছাড়াও সার্বিক সহযোগিতা ও দিক-নির্দেশনায় ছিলেন মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক রফিকুল ইসলাম (ডালিম) । প্রায় ঘন্টাব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বিদ্যালয়টির ব্যবস্থাপনা আহবায়ক কমিটির আহবায়ক কামরুজ্জামান সোহেল বলেন, আমরা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করছি। এসময় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য ও কুষ্টিয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য মিজানুর রহমান মিজান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (এমপি) এর নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আমরা আজ ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি ও জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম করছি এবং পরবর্তীতে এ প্রক্রিয়া চলমান থাকবে।