
ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লার তিতাসে ডিএই তিতাসের আয়োজনে ”আসুন,সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৯ এর র্যালি, উদ্বোধনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।র্যালি শেষে উপজেলা হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি অফিসার সালাহ উদ্দিন স্যারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তার , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আমজাদ হোসেন চৌধুরী , উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো.আ.মান্নান মিয়া, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আ.গফুর,ডিকেআইবি তিতাস শাখার সভাপতি মো.মনিরুল ইসলাম, কৃষক লিয়াকত এবং সঞ্চালনায় ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আতিকুর রহমান খান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারসহ উপ সহকারী কৃষি অফিসারগণ এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক- কৃষানীগণ।