আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুর-৫ আসন থেকে টানা পাঁচ বার নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি (সংসদ সদস্য) ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরাকে তার স্ত্রীসহ আটক করেছে পুলিশ। ২৭ মে মঙ্গলবার বিকালে শেরপুরের সাব-রেজিস্ট্রার অফিস থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও সাব- রেজিস্টার অফিসের প্রত্যক্ষদর্শীগণ জানান, সাবেক এ ভূমিমন্ত্রী শেরপুরে জমির দলিল করতে সাব-রেজিস্ট্রার অফিসে এলে স্থানীয়রা তাকে দীর্ঘক্ষণ আটক করে রাখেন। পরে স্বৈরাচার সরকারের সাবেক এই এমপি ও মন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হতে থাকে। পরে জনতার দাবির মুখে এক পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ জনতার দাবি শুনে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যায়।সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার আটকের কথা ছড়িয়ে পড়লে শেরপুর ও জামালপুরের অসখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এছাড়াও বর্তমান অন্তবর্তী সরকারের নিকট তাঁর অতীতের সকল দু*র্নীতি তদন্ত করে তাঁর বিরুদ্ধে শাস্তির দাবি জানান।
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম আটক হওয়ায় গণমাধ্যমকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে সোপর্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘আমরা সাবেক এমপি ও ভূমিমন্ত্রীর আটকের সংবাদটি শুনেছি এবং তাকে শেরপুর থেকে জামালপুর জেলা পুলিশের কাছে সোপর্দ করা হবে।’