পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ”রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) পঞ্চগড়ের পৌরসভা চত্বরে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন করা হয়। এসময় দলটির জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, কর্মশালা শেষে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।