নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে কুন্ডা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুন্ডা বাজার সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
এসময় তিনি বলেন, ‘আগামী দিনের দলের ঐক্য, ভ্রাতৃত্ব এবং যেকোনো ধরনের দেশ ও সংগঠন বিরোধী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে। সমাবেশে আগত সকল নেতাকর্মীকে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার আহবান জানান।’
কুন্ডা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: নজরুল ইসলামের সভাপতিত্বে মো: জিল্লুর রহমান ও মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান জামাল মিয়া,উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম খালেদ মো: ইব্রাহিম র্ভূইয়া রেনু,মো: আইয়ুব খান,সহ-দপ্তর সম্পাদক মো: আব্বাস আলী,দুলাল মেম্বার,জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো: নুরে আলম,উপজেলা যুবদলের আহবায়ক মো: জামাল আহমেদ,সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী,সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেছুর রহমান,সাধারণ সম্পাদক আবদুল বাতেন শরীফ,ছাত্রদল নেতা শরীফুল ইসলাম ভূইয়া। সভায় বিএনপির নেতা হাজী তিতন মিয়া,বসির আহম্মদ,সৈয়দ আবু সারোয়ার,ইয়াছিন পাঠান,এডভোকেট আরাফাত উল্লাহ,য়ুবদল নেতা এমদাদ ভূইয়া,অনু মিয়া, ছাত্রদল নেতা আমির পাঠান,ফারুক খানসহ ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সমাবেশে উপজেলা ও কুন্ডা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এর আগে দুপুর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হন।