মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারহানা পারভীন ও
সহকারী শিক্ষা অফিসার
শাহরিয়ার পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় নবগঠিত কমিটির সভাপতি এস এম রমজান, নির্বাহী সভাপতি নজরুল ইসলাম, নির্বাহী সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ নকীব, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, ফরিদ মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও
উপদেষ্টা মো. মমিনুল ইসলামসহ উক্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গেল ১৫ডিসেম্বর ঝিনাইগাতী উপজেলা শাখায় এস এম রমজান আলীকে সভাপতি, আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক, হাসান মোহাম্মদ নকীবকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট কার্যকারী সদস্য এবং মনোয়ারা বেগমকে প্রধান করে ১৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটির অনুমোদন দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। নবগঠিত এই কমিটি পরবর্তী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত তারা সমিতির দায়িত্ব পালন করবেন।