ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে ৮০ লিটার চোলাই ম’দসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আজ সোমবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মা’দকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ নভেম্বর বিকালে খুলনা সদর থানাধীন স্টেশন রোড এলাকা থেকে ১. মোঃ ইব্রাহিম শেখ (৩৮), পিতা-মৃত সাগর আলী, ২. হালিম হাওলাদার (৩৭), পিতা-মৃত আব্দুল রাজ্জাক হাওলাদার, উভয় সাং-গোবরচাকা, থানা-সোনাডাঙ্গা, ৩. মোঃ আলমগীর হোসেন (৪৫), পিতা-মৃত মোঃ মোশারফ হোসেন, সাং-লোক কলোনী, ৪. প্রদীপ সাহা (৪৭), পিতা-জীবন লাল সাহা, সাং-নুলদে বাজার, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পি সাং-খুলনা প্রেস ক্লাবের পিছনে, সর্বথানা-খুলনা সদর এবং ৫. তপন ঢালী (৩৮), পিতা-মৃত অভিমান্য ঢালী, সাং-হাজীবুনীয়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদেরকে ৮০ লিটার চোলাই ম’দসহ হাতেনাতে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মোঃ ইব্রাহিম শেখ এর বিরুদ্ধে ৪টি, হালিম হাওলাদার এর বিরুদ্ধে ৪টি, প্রদীপ সাহা এর বিরুদ্ধে ১টি এবং তপন ঢালী এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।