ক্রাইম পেট্রোল ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে সাংবাদিক দিলীপ কুমার দাস এর মাতা বৃহস্পতিবার (২৫ আগস্ট /২০২২) বিকেল সাড়ে ৩ টার সময় পৌর শহরের কালীপুর মধ্যম তরফ বাসায় লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। পরলোকগমন কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকনের) প্রতিষ্ঠাতা শ্রীল শুভ স্বামী গুরু মহারাজের নিকট থেকে দীক্ষা গ্রহন করেন। গৌরীপুরে শ্রীশ্রী গোপিনাথ জিও মন্দিরের সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে ভক্ত হৃদয় জয়সহ নিষ্কাম হরিকথা শ্রবণ করে গেছেন। তিনি ছিলেন স্বর্গীয় রামচড়ন দাসের স্ত্রী ও সাংবাদিক দিলীপ কুমার দাসের গর্ভ ধারিনী মাতৃদেবী। গত জুলাই মাসে শারিরীক অসুস্থতা দেখা দিলে তাঁর জোষ্ঠ পুত্র দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লিভার টিউমারের আল্টাসনোগ্রামসহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করান এবং রিপোর্ট দেওয়ার পর লিভার টিউমার আছে বলে জানতে পারেন। পরে লিভার টিউমারের ব্যয়বহুল চিকিৎসা করানো তার সাধ্যের বাহিরে বলে ঢাকা হোমিও মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ জামাল উদ্দিনের নিকট সেই বিষয়ে চিকিৎসা করানো শুরু করেন। প্রায় ১০ দিন ঐষধ সেবনের করানোর পর তাঁর মাতার শারিরীক দুর্বলতা আরো বেড়ে যায়
চলতি মাসের ২০ তারিখ শরীরে জন্ডিসের ভাব দেখা দেয় এইদিন থেকে তিনি একেবারেই খাদ্য গ্রহন বন্ধ করেদেন। এভাবেই তিমি গতকাল ২৫ আগষ্ট বিকেলে পরলোকে গমন করেন। তার পরলোক গমনে ইসকন, গৌরীপুর উপজেলা পরম বৈষ্ণব বৃন্দ ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলিপ রবিদাস সমবেমাসহ তার পরিবার বর্গের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন।