আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলা থেকে প্রথমবারের মতো ‘প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কাউট দলের মোঃ জাবির বিন হাসান। তার এই কৃতিত্বে আনন্দিত ডোমারবাসী। মোঃ জাবির বিন হাসান ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকার আলহাজ্ব মোঃ জহিরুল হাসান দিপু ও রোকসানা পারভীনের সন্তান। সে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করছে। বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি মরহুম আলহাজ্ব ইউনুস আলী তার দাদা। প্রেসিডেন্ট স্কাউট এওয়ার্ডে চূড়ান্ত ভাবে মনোনীত হওয়ায় মোঃ জাবির বিন হাসান তার অভিব্যক্তি প্রকাশ করে জানান, তার এই সাফল্যে তার পিতা-মাতা ও দুইজন স্কাউট শিক্ষক সহযোগিতা করেছেন। ডোমার উপজেলা স্কাউটসের ইউনিট লিডার হারুন-অর-রশিদ ও নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার বিনয় চন্দ্র রায় তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। সে যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে এজন্য দেশ বাসীর কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জন করে জাবির। তবে সে সম্মাননা ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন। এছাড়া মেধাবী স্কাউট সম্মাননা সহ আরও অনেক সম্মাননা ও সনদ অর্জন করেছে জাবির।